জার্মানিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩১ ডিসেম্বর দেশটির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের গেলজেনকিরসেন শহরে তিনি ইন্তেকাল করেন তিনি।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গেলজেনকিরসেন শহরে মুসলমানদের জন্য নির্ধারিত কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খসরুর দাফন সম্পন্ন হয়েছে। জানাজা এবং দাফনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সেলর এবং ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া উপস্থিত থেকে সরকার এবং দূতাবাসের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খসরুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
জার্মানপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খসরু স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।