জাতীয়তাবাদী শ্রমিক দল নীলফামারী জেলা শাখার ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৭ জানুয়ারী) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিবৃতিতে জানানো হয়, মোঃ নুর আলমকে সভাপতি এবং মো. জামিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী শ্রমিক দল নীরফামারী জেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি মো, নুর আলম, সাধারণ সম্পাদক মো, জামিয়ার রহমান, সহসভাপতি মো, অশিয়ার রহমান, সহসভাপতি মো, তারিফ হোসেন, সহসভাপতি মো, শাহাজাদা মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মো, হাবিবুর রহমান হাবিব, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সুমন, সহ সাধারণ সম্পাদক মো, আসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো, রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মো, শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো, ইউনুস আলী, সদস্য মো, শফিকুর রহমান ন্যানো, সদস্য আমিনুর রহমান, সদস্য মো, হাফিজ উদ্দিন হাফিজ, সদস্য মো, রবিউল ইসলাম, সদস্য মো, ঈসমাইল হোসেন, সদস্য মো, ফরহাদ হোসেন শামীম, সদস্য বুলবুল আহমেদ।