Top
সর্বশেষ

আইনজীবী সহকারীর মৃত্যুর ঘটনায় ডা ও নার্সের বিচারের দাবিতে মানববন্ধন

০৯ জানুয়ারি, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
আইনজীবী সহকারীর মৃত্যুর ঘটনায় ডা ও নার্সের বিচারের দাবিতে মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

সোমবার বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসক ও নার্সের অবহেলায় আইনজীবী সহকারী স্বপন সিকাদারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবী ও তার সহকর্মীরা। কলাপাড়া আইনজীবি সহকারী কল্যান সমিতি’র উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন আইনজীবী নাসির মাহমুদ, সাইদুর রহমান সাইদ, খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া আইনজীবী সহকারী কল্যান সমিতি’র সভাপতি আবদুল হাই হাওলাদার,সহ-সভাপতি হাফিজুর রহমান, সদস্য জেড এইচ কাওসার, সাবেক সভপতি এনামুল হক, আবুল কালাম গাজী প্রমূখ।

এ সময় আইনজীবী,সহকারী আইজীবী কল্যান সমিতির সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযুক্ত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন ও নার্স আসমা বেগমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর চিকিৎসকের অবহেলায় মারা যান আইনজীবি সহকারী সমিতির সদস্য স্বপন সিকদার। এ ঘটনায় গত ৪ জানুয়ারী নিহতের চাচা আইনজীবি নুরুজ্জামান শিকদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

 

শেয়ার