Top

চিত্র শিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মোৎসব উপলক্ষে মত বিনিময় সভা

০৯ জানুয়ারি, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
চিত্র শিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মোৎসব উপলক্ষে মত বিনিময় সভা
ফরিদপুর প্রতিনিধি :

একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও ফরিদপুরের কৃতী সন্তান কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মোৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সোমবার ( ৯ ই জানুয়ারি) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় কালিদাস কর্মকারের পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরেন তার বড় মেয়ে আমেরিকা প্রবাসী ডা.কংকা কর্মকার ।

তার বড় মেয়ে আরো জানান , আমার বাবা উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় চলে যান এবং ওখানে লেখাপড়া করেন । ফরিদপুরে আসা যাওয়া কম থাকায় তার জন্মস্থান ফরিদপুর থেকেই তাকে নিয়ে প্রথমবারের মতো জন্মোৎসব পালন করছি ।
শিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার বিকাল তিনটায় শহরের অম্বিকা ময়দানে বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিদাস কর্মকারের ছোট বোন সঞ্চিতা কর্মকার, ভাই প্রশান্ত কর্মকার দেবদাস কর্মকার, ছোট ভাই বউ হাসি তালুকদার , কালিদাস কর্মকারের ভগ্নিপতি কিশোর কুমার ভাগ্নে আমিনুল ইসলাম বাবু।

মতবিনিময়ে ফরিদপুর প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

 

শেয়ার