ফেইসবুক পোস্টের মাধ্যমে টিউশন দেওয়ার নামে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থীর কাছ থেকে কয়েক হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এবং বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সাথে শ্লীলতাহানিকর মন্তব্য করার অভিযোগ পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সরকারি বঙ্গবন্ধু কলেজ-এর ছাত্রলীগের অর্থ সম্পাদক বলে দাবী করেছেন বলে জানা যায়।
টিউশনের নামে কয়েক হাজার টাকার প্রতারনার স্বীকার হয়েছেন বশেমুরবিপ্রবির একাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেশ কয়েকদিন ধরে “গোপালগঞ্জ টিউশন মিড়িয়া” নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আইডি থেকে টিউশনের একাধিক পোস্ট করা হয়। শিক্ষার্থীরা উক্ত ফেইসবুক প্রোফাইলের ইনবক্সে টিউশন চাইলে কয়েক হাজার টাকা দাবি করা হয়। এবং ফেইসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে টিউশন দেওয়ার কথা উল্লেখ করা হয়। এতে শিক্ষার্থীরা বিশ্বস্থ হয়ে ইনবক্সে যোগাযোগ করে। যার শেষ পরিনতি হয় প্রতারনার স্বীকার৷ তারা বলেন, “গোপালগঞ্জ টিউশন মিড়িয়া” ফেইসবুক প্রোফাইলে যোগাযোগ করলে টিউশন ফি বাবদ অগ্রিম ২৫০০-৩০০০টাকা পেমেন্ট করলে ২-৩দিনের মধ্যে টিউশন দিবে বলে জানানো হয়।
শিক্ষার্থীরা জানান, গোপালগঞ্জে আমাদেরকে টিউশনের উপর নির্ভর করে চলতে হয়। তাছাড়া এখানে টিউশন পাওয়া আর বাঘের চোঁখ হাতে পাওয়া সমান কথা। তাই বাধ্য হয়ে আমরা উক্ত ব্যক্তিকে অগ্রিম পেমেন্ট করি যাতে করে তাড়াতাড়ি টিউশনটা পেয়ে যাই। কিন্তু পেমেন্ট করার কিছুক্ষণ পর উক্ত আইডি থেকে ব্লক করে দেওয়া হয়। আবার অনেকে টাকা পেমেন্ট করার ২-৩দিন পর টিউশনের জন্য ফোন দিলে ফোন বন্ধ করে রাখা হয়, আবার মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফোন কেটে দেওয়া হয়।
এ বিষয়ে প্রতারণার স্বীকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আওয়াল হোসেন বলেন, গত কয়েকদিন পূর্বে “গোপালগঞ্জ টিউশন মিড়িয়া” আইডি থেকে টিউশন দেওয়ার নামে একটি পোস্ট করা হয়। এবং একটি নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলা হয়৷ তাই আমি উক্ত নাম্বারে ফোন দিয়ে কথা বলি এবং মেসেন্জারে যোগাযোগ করি। তিনি বলেন, প্রোফাইলের ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম রিয়াদ বলে দাবি করেন। এবং নিজেকে সরকারি বঙ্গবন্ধু কলেজ-এর ছাত্রলীগের অর্থ সম্পাদক বলে দাবি করেন। তাই আমি টিউশনের বিষয়টি বিশ্বাস করি। কথা বলার মাঝখানে রিয়াদ নামে ব্যক্তি ২হাজার টাকার অধিক অগ্রিম পেমেন্ট করতে বলে। কিন্তু আমার কাছে পুরো টাকা না থাকার ২৩০০টাকা পেমেন্ট করি। কিন্তু টাকা পেমেন্ট করার পর আজ পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, উক্ত আইডি থেকে শুধুমাত্র আমার বিভাগ থেকে পরিচিত ৫জনের কাছ থেকে টাকা নিয়ে টিউশন দেয়নি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের আরো অনেক শিক্ষার্থীদের থেকে টাকা আত্মসাৎ করেছে বলে জানতে পারি।
এ বিষয়ে অনুসন্ধানে গেলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আরো অনেক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন দেওয়ার নামে কয়েক হাজার টাকা আত্মসাৎ করেছে। এতে বাদ পড়েনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান বিভাগ সহ আরো অনেক বিভাগের শিক্ষার্থীরা।
নামে প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের একাধিক শিক্ষার্থী জানান, ফেইসবুকে পোস্ট দেখে আমরা ইনবক্সে যোগাযোগ করি। যার ফলে একটি পার্সোনাল নগদ নাম্বারে অগ্রিম টাকা পেমেন্ট করতে বলা হয়। এবং ২-৩দিন পর টিউশন দেওয়ার কথা বলে ৩০০০হাজার দাবি করা হয়। আমরাও বিশ্বাস করে টাকা পেমেন্ট করি। কারন উক্ত আইডি থেকে আমাদের অনেক বন্ধু-বান্ধবীরা টিউশন পেয়েছে বলে জানতে পারি। কিন্তু পরবর্তীতে জানতে পারি “গোপালগঞ্জ টিউশন মিডিয়া” নামে আরেকটি ফেইসবুক পেইজ আছে। যেখান থেকে আমাদের বন্ধু-বান্ধবীরা টিউশন পেয়েছে। তারা বলেন, একই নামে দুটি আইডি খোলার কারনে কোনটি ফেইক আর কোনটি সত্য সেটি বুঝতে পারিনি। এখন আমরা এর বিচার দাবি করি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইতিহাস বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ফেইসবুকে তাদের পোস্ট দেখে আমি ইনবক্সে সালাম জানাই৷ কিছুক্ষণ পর উক্ত আইডি থেকে সালামের রিপ্লাই না দিয়ে অশালীন মন্তব্য করা হয়। যেটি আমি কখনোই কল্পনা করিনি। তিনি বলেন, এ বিষয়ে আমি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিব।
এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ থানার এসআই মারিদুল ইসলাম বলেন, এবিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগী কোনো শিক্ষার্থী থানায় জিডি করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাথে যোগাযোগ করা হলে তারা জানান আমাদের কলেজে এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে৷আহ্বায়ক কমিটির প্রধান দিদারুল ইসলাম দিদার-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এখনো পূর্ণাঙ্গ কমিটি পাইনি। আহ্বায়ক কমিটির মাধ্যমে ছাত্রলীগ পরিচালিত হচ্ছে। সে জায়গায় অর্থ সম্পাদক আসবে কোথা থেকে। যে ব্যক্তি ছাত্রলীগের নাম ব্যবহার করে উক্ত কাজ করছে সে আমাদের কলেজের ছাত্রলীগের সাথে জড়িত না। তিনি বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে যে বা যারা এই কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।
ফেইসবুক পোস্টে ব্যবহার করা মোবাইল নাম্বারে অভিযুক্ত ব্যক্তির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কোনোপ্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি।