Top

মাগুরায় ১৫ জন গুণিজন কে সম্মননা প্রদান

১১ জানুয়ারি, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
মাগুরায় ১৫ জন গুণিজন কে সম্মননা প্রদান
মাগুরা প্রতিনিধি :

মাগুরা ১১ জানুয়ারী, শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় মাগুরায় ১৫ জন গুণিজন কে সম্মননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মাগুরা শহরের আছাদুজ্জামান মিলনায়তনে এই সম্মননা প্রদান করা হয়।

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই ১৫ জনকে সম্পননা, উত্তরীয়, মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু,অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, প্রেসক্লাব সাধারন সম্পাদক শামীম খান। সম্মননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার