Top
সর্বশেষ

আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল, সম্পাদক শাওন

১১ জানুয়ারি, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল, সম্পাদক শাওন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় “আমরা কলাপাড়াবাসী” নামক স্বোচ্ছাসেবী সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে মোঃ নজরুল ইসলাম সভাপতি ও অহিদুল ইসলাম শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

কমিটির সদস্যরা আগামী ২০২৩ সালের জন্য দায়িত্ব পালন করবেন। আমরা কলাপাড়াবাসী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনা করে মুহাম্মদ আল ইমরান, প্রধান নির্বাচন কমিশনার ও নাজমুস সাকিব নির্বাচন কমিশনার।

১২ ডিসেম্বর সকাল ১১.২০ কমিটি নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার নাজমুস সাকিব এবং ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আল ইমরান ।

নির্বাচনে বেশকিছু পদে মনোনয়ন ফরম সংগ্রহ না হওয়ার কারণে ঐ পদ শূন্য রয়েছে,, বাকি পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে।

কমিটির অন্য সদস্যরা হলেন, রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি, মোঃ হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক, হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান রাতুল, কোষাধ্যক্ষ, মৈনুল হাসান নিরব, দপ্তর সম্পাদক

আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নেসার উদ্দিন বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক কর্মশালা ও অসহায় দারিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সেবা, রক্তদান সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। নবগঠিত কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম-পরিধি আরও প্রসারিত হবে বলে আমি মনে করি।

শেয়ার