Top
সর্বশেষ

ভোলায় এসএসসি “৯৫” ব্যাচের মিলনমেলা আগামী ৩ মার্চ

১১ জানুয়ারি, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
ভোলায় এসএসসি “৯৫” ব্যাচের মিলনমেলা আগামী ৩ মার্চ
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন-মনপুরা এসএসসি ‘৯৫’ ব্যাচের আয়োজনে বরিশাল বিভাগের মিলনমেলা আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার সন্ধার পর চরফ্যাশন হোটেল মারুফ ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে চরফ্যাশন-মনপুরা এসএসসি ‘৯৫’ ব্যাচের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক মইনুল ইসলাম মারুফের সভাপতিত্ব সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রত্যেক সদস্যদের মতামত পেশ করার পাশাপাশি এসএসসি ‘৯৫’ ব্যাচের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী ৩ মার্চ ২৩ ইংরেজী বরিশাল বিভাগের এসএসসি ‘৯৫’ ব্যাচ নিবন্ধিত সদস্যদের নিয়ে চরফ্যাশন হোটেল মারুফ ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মিলনমেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় আগামী ১৯ ফেব্রুয়ারী এসএসসি ‘৯৫’ ব্যাচের সকল সদস্যদের নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ করা গেল। নিবন্ধনের জন্য যোগাযোগ করুন- মো. রফিকুল ইসলাম বাবুল, মোবাইল নাম্বার-০১৭১৬-৯৬১৬৬৮, মো. নাজিম উদ্দিন শিবলু, মোবাইল নাম্বার-০১৭১৭-৪৭৩৯৯১, মো. আলী, মোবাইল নাম্বার-০১৭১৬-২৩৪৫৪৭।

শেয়ার