বাংলাদেশ আওয়ামী-লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এক দল থেকে চুয়ান্ন দল আর এক দফা থেকে একচল্লিশ দফা। ৫৪ টা কেন ৪৫০ টা দল যদি একত্রিত হয় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর কোন শক্তি তাদের নাই। তার কারণ শেখ হাসিনা জনগণের জন্য কাজ করে। জনগণই তার শক্তি। আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন। আর সড়যন্ত্র কারিদের চিরতরে কবর দেওয়া হবে।
দুপুরের পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের শেখ মোঃ সাহেব আলীর বাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনা সরকার হটানোর জন্য নানান ভাবে সারা বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে। গত ৪ বছরে কোন খোঁজ খবর নাই, এই নির্বাচন আসলেই তারা মাঠে নামে। দুনিয়ার মিথ্যা কথা ছাড়া কোন কথা বলেনা তারা। শেখ হাসিনাকে হটানোর জন্য তারা উইঠ্যাপইড়্যা লাগছে। আছিলো ১দল, এরপর হলো ২২দল, ভাঙা হয়েছিল ১২দল এখন নাকি তারা হয়েছে ৫৪দল। তারা সবাই মিলে নাকি শেখ হাসিনা সরকারকে হটাবে।
অনুষ্ঠানে আলোচনা শেষে ভরসা হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর চেয়ারম্যান শেখ মোঃ সাহেব আলীর সৌজন্যে পাঁচ হাজার কম্বল উপহার দেয়া হয় শীতার্তদের মাঝে।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ২-আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মাহিউদ্দিনসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা-কর্মী ও কম্বল নিতে আশা শীতার্ত লোকজন।