রংপুরের কাউনিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডল। শনিবার সকালে কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
ওসি তদন্ত জানান, সকালে কাউনিয়া উপজেলার মীরবাগ বিজলীঘন্টি চন্ডিপুর এলাকায় একটি ট্রাক এক সাইকেল আরোহি চুন্নু রায়কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থল তার মৃত্যু হয়। চুন্নু কাউনিয়া রেল ষ্টেশনে ঝাড়ুদারের কাজ করতেন।
অপরদিকে কাউনিয়া উপজেলার কুর্শা এলাকায় অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক ও হেলপাড়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপি/এএস