Top

মাগুরায় খুলনা বিভাগীয় ডেন্টাল সার্জন সম্মেলন অনুষ্ঠিত

১৪ জানুয়ারি, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
মাগুরায় খুলনা বিভাগীয় ডেন্টাল সার্জন সম্মেলন অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় খুলনা বিভাগীয় ডেন্টাল সার্জন সম্মেলন গতকাল বিকালে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা ডেন্টাল সার্জন ফোরাম (এম ডি এস এফ) এর আয়োজনে অনুষ্ঠিত ডেন্টাল সার্জন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা ২৫০ শষ্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডেন্টাল সার্জন ডা: সুশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ডেন্টাল সার্জন সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা:হুমায়ন কবির বুলবুল, ডা: মো: আসাফুযোহা রাজ, ডা:খন্দকার ইমামুজ্জামান ইমন ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনের শুরুতে কেক কেটে সম্মেলনের শুভ সুচনা করা হয় এবং সাইকেট্রিক সম্মেলন, আলোচনা সভা ও ডেন্টাল সার্জনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ডেন্টাল সার্জন সম্মেলনে সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বাংলাদেশ ডেন্টাল সার্জন ফোরাম এসোসিয়েশন মাগুরা জেলা শাখার আত্মপ্রকাশ করেন।ডেন্টাল সার্জন সম্মেলনে খুলনা বিভাগের ১০ টি জেলার ডেন্টাল সার্জনগণ অংশ গ্রহন করে।

 

শেয়ার