Top
সর্বশেষ

মাদারীপুর কলেজের ছাত্রাবাস যেন মরণ ফাঁদ

১৪ জানুয়ারি, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
মাদারীপুর কলেজের ছাত্রাবাস যেন মরণ ফাঁদ
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের ছাত্রাবাস যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। চারতলা ভবনটিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবুও কোন উপায় না পেয়ে জীর্ণ ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে বাস করছেন দেড় শতাধিক শিক্ষার্থীরা।

শুক্রবার সরেজমিনে দেখা যায়,জরাজীর্ণ চারতলা ভবনটির ২৪টি কক্ষের অনেক স্থানে ফাটল। পলেস্তারা খসে পড়েছে প্রায় ৪০টি স্থানের অধিক । সেখানকার শিক্ষার্থীদের দুর্ভোগের অন্যতম কারণ ঝুঁকিপূর্ণ ভবন, রুমের স্যাঁতস্যাঁতে পরিবেশ। ছাত্রাবাস ভবনের অনেক জায়গায় ছাদের পলেস্তারা খসে গেছে, রুমের ভেতরে নিয়মিতই খসে পড়ে পলেস্তারা। এ নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন রুমের শিক্ষার্থীরা। ভবনের গোসলখানা, টয়লেটের অবস্থাও শোচনীয়।

ছাত্রাবাসে বসবাসরত কয়েকজন শিক্ষার্থী বলেন, দূরদূরান্ত থেকে মাদারীপুর সরকারি কলেজে পড়তে এসেছেন তারা। বাইরে থাকতে গেলে অনেক খরচ, তাই খরচ কমাতে কষ্ট করে মাদারীপুর সরকারি কলেজের এই হোস্টেলেই থাকছেন। কিন্তু বর্তমানে ছাত্রাবাসের অবস্থা এতটাই খারাপ যে সসব সময়ই তাদের আতঙ্কে থাকতে হয়।

তাদের ভাষ্য, কলেজের ভেতরে অনেক দৃষ্টিনন্দন ভবন থাকলেও শিক্ষার্থীদের ছাত্রাবাস ভবনের সংস্কার এবং নতুন ভবন নির্মাণে কেন কর্তৃপক্ষের অনীহা, সেটা আমরা জানি না। আমরা চাই দ্রুত শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণ করা হোক।

কলেজের মোট শিক্ষার্থী ১৪ হাজার।এর মধ্যে স্নাতকের ছাত্র-ছাত্রীরা কলেজের ছাত্রাবাসে থাকেন।তাদের মধ্যে ছাত্রীদের বাসভবন ভালো থাকলেও ছাত্রাবাসটির অবস্থা অনেক ঝুকিপূর্ণ ও বিপদজনক । গত মে মাসের দিকে কলেজ কর্তৃপক্ষ এই ছাত্রাবাসের দেয়ালে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছে। তাতে লেখা, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ’। ছাত্রাবাসটিতে তিনশত এর বেশি শিক্ষার্থী থাকতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ জেনেও খরচ বাঁচাতে বাধ্য হয়ে বর্তমানে দেড় শতাধিক শিক্ষার্থী বসবাস করছেন।

কলেজ সূত্র জানায়,২৪ কক্ষবিশিষ্ট এই ছাত্রাবাসটি ১৯৮৫ সালে নির্মাণ করা হয়ে ছিলো।এখন ছাত্রাবাসে আবাসিক ছাত্রের সংখ্যা বাড়িয়েছে দেড় শতাধিক। ২০১৩ সালে সেই সময় ভবনটি এলজিইডির মাধ্যমে মৌখিকভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ভবনটি মেরামতের মাধ্যমে আরও কিছুদিন ব্যবহার উপযোগী করে তোলা হয়। চলতি বছরের মে মাসে ছাত্রাবাসটি সংস্কারের জন্য মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়। কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের প্রকৌশলীরা ভবনটি পরিদর্শনে যান। পরিদর্শন শেষে গত ২৬ মে ভবনটিকে মেরামত অযোগ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে সতর্কতা বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ছাত্রাবাসটিতে আবাসিক ছাত্রদের সংখ্যা ও চলাচল সীমিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

মাদারীপুর সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগের শিক্ষার্থী স্বাধীন রাড়ি বলেন,২০১৮ সাল থেকে ঝুঁকিপূর্ণ ছাত্রবাসের চতুর্থ তলার ৪২১ নম্বর কক্ষে থেকে পড়ালেখা করেন। এই কক্ষে স্বাধীনের সাথে থাকেন আরও চারজন। ছাত্রাবাসের বেহাল নিয়ে স্বাধীন বলেন, ‘আমাদের কপালে নতুন ছাত্রাবাস নাই। আমাদের পাশেই ছাত্রীদের জন্য দুটি নতুন হল হয়ে গেল। আর আমাদের একটি হল, তা–ও জরাজীর্ণ। আমরা দূর থেকে আসা ছাত্ররা এখানে বাধ্য হয়ে থাকি।’

ছাত্রাবাসের তৃতীয় তলার থাকা হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন মোড়ল বলেন, এই কলেজটি হঠাৎ পরিত্যক্ত ঘোষণা করার পর আমরা এ অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে বসবাস করতেছি। কারন ‘বাহিরে ঘর ভাড়া করে থাকলে অনেক টাকা খরচ হবে। আমরা দূর থেকে এসে এখানে টিউশনি করে পড়ালেখা করি। খরচ বাঁচাতে বাধ্য হয়ে হলে থাকি। কিন্তু হলের যে অবস্থা, তাতে রোজই আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়।’আমরা চাই তাড়াতাড়ি সংস্কার করা হোক।

জামালপুর জেলা থেকে মাদারীপুর সরকারি কলেজে পড়ুয়া গনিত বিভাগের ছাত্র মোঃ নজরুল ইসলাম বলেন,বর্তমানে আমাদের এই ছাত্রাবাসে থাকা বড় কষ্ট। আমরা দূর দুরান্ত থেকে এসেছি এখন আমরা কোথায় যাব আমরা বুঝতে পারতেছি না। আমাদের যদি একটু ব্যবস্থা না করে দেয় তাহলে আমরা কোথায় যাব সরকারের কাছে আমাদের চাওয়া এই ভবনটি তাড়াতাড়ি সংস্কার করার।

ছাত্রাবাসে দায়িত্বরত হোস্টেল সুপার মো. সাইদুর রহমান বলেন, ‘ছাত্রাবাসটি অতি ঝুঁকিপূর্ণ জেনেও ছাত্ররা থাকে। ছাত্রদের হলে না থেকে বিকল্প ব্যবস্থায় থাকার জন্য অনুরোধ করেছি। আমার হলের প্রবেশমুখেই সতর্কবার্তা ঝুলিয়ে দিয়েছি। নোটিশ দেওয়ার পরও ছাত্ররা ঝুঁকি নিয়ে তারা থাকে। তাদেরকে বার বার বলার পর কিছু কিছু ছাত্ররা চলেছে।কেও কেও আবার নিয়মিত ঝুঁকি নিয়ে থাকছে।’

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়া বলেন, আমরা ছাত্রদের নিরাপদ আবাসন স্হানের ব্যবস্থা নিশ্চিত করতে চাই। কিন্তু কলেজের যেকোনো ভবন নির্মাণের কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর করে থাকে। ছাত্রদের জন্য নতুন একটি ছাত্রাবাস নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। আপতত নতুন ছাত্রাবাস নির্মাণ না হলেও জরাজীর্ণ ছাত্রাবাসটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম বলেন, ‘ছাত্রাবাসটি ঝুঁকিপূর্ণ থাকায় আমরা নিজেরাই সর্তকবার্তা টাঙিয়ে দিয়েছি। গত ১৯ জুন ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১০৪ শয্যার নতুন একটি ছাত্রাবাস নির্মাণের আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর পুরোনো ছাত্রাবাসটি সংস্কারের জন্য ৬৩ লাখ টাকা বরাদ্দ চেয়েছি। ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে উন্নয়নমূলক কাজের বরাদ্দ স্থগিত আছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নতুন ছাত্রাবাস নির্মাণ ও পুরোনোটি সংস্কারের কাজ শুরু করব।’

জরাজীর্ণ ছাত্রাবাসে কোনো দুর্ঘটনা ঘটলে এই দায় নিবে কে এমন প্রশ্নের জবাবে তানভীর ইসলাম বলেন, ‘দুর্ঘটনা ঘটার কোন বিষয় নয়।এছাড়াও আমরা ছাত্রাবাসের সামনে সর্তকতামূলক সাইবোর্ড টানিয়ে দিয়েছে।

শেয়ার