Top

কুড়িগ্রামের ভুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

১৫ জানুয়ারি, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
কুড়িগ্রামের ভুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম আশরাফুল ইসলাম (৩৩)। সে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ইন্দ্রার পাড় এলাকার নূরুল ইসলামের ছেলে।

শনিবার (১৪ জানুয়ারি ) সন্ধা সাড়ে ৭ টায় উপজেলার বঙ্গ সোনাহাট বাজারে এলাকায় মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী বাজার থেকে অটোরিকশা যোগে বাড়িতে ফিরছিলেন আশরাফুল। সোনাহাট বাজারে এসে অন‍্য একজনকে ডাকার জন‍্য অটো থেকে মাথা বের করে। এমন সময় সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই (রংপুর মেট্রো-১১০৫৪৫ ) নম্বরের একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে অটো থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় আশরাফুল। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,মৃত ওই ব‍্যক্তির লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে আনা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

শেয়ার