Top

মাধবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

১৮ জানুয়ারি, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
মাধবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর  মৃত্যু
মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে সেচ পাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার( ১৮ জানুয়ারি ) বিকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মুহাম্মদ আলীর ছেলে নাহিদুল ইসলাম (৮) সহ কয়েকজন শিশু মাঠে খেলা করছিল।

এ সময় নাহিদুলের পানি পিপাসা হলে সে পাশ্ববর্তী শমসু শিকদারের মালকাধীন সেচ পাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহিদুলকে মৃত ঘোষনা করে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক ইসমাইল হোসেন ভূঁইয়া মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার