ভোলার বাংলাবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৭ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে ভোলার উপ-শহর বাংলাবাজারের দক্ষিণ পাশে জয়নগর টেকনিক্যাল কলেজের কাছে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস যাত্রীদের উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ও বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, ভোলা থেকে জমাদার পরিবহন যার নং (ভোলা-ব-০৫-০০১৮) একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দিকে আসছিল। এ সময় ভোলা- চরফ্যাশন সড়কের বাংলাবাজারের দক্ষিণ পাশে জয়নগর টেকনিক্যাল কলেজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি বলে এই কর্মকর্তা জানান।