Top

সিনেমাতে সাম্প্রদায়িক আক্রমণ চলছে বললেন নাসিরুদ্দিন

২৫ জানুয়ারি, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
সিনেমাতে সাম্প্রদায়িক আক্রমণ চলছে বললেন নাসিরুদ্দিন
বিনোদন ডেস্ক :

সিনেমাতে সাম্প্রদায়িক আক্রমণ চলছে নির্বিচারে। হিরোর বন্ধু হয়ে যান শিখ, খ্রিস্টান, মুসলিম ব্যক্তিরা। যারা সব সময়ে কোণঠাসা চরিত্রে। শেষে তাদের মারা যেতেও দেখা যায়। যেন কৃপার পাত্র হিন্দু ছাড়া সকলেই।

এক সাক্ষাৎকারে ভারতের সিনেমা নিয়ে এসব কথা বলেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এই প্রবণতা থেকে বেরিয়ে আসুক বলিউড, এমনটাই চান বর্ষীয়ান অভিনেতা।

তার দাবি, হিন্দি ছবিতে উর্দুর ব্যবহার এখনও চলছে, তবে মান পড়ে গেছে অনেকটাই। তার ওপর সাম্প্রদায়িক খোঁটা। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ঘৃণার চোখে দেখেন বলেও আক্ষেপ ‘মাসুম’ অভিনেতার।

তিনি আরও বলেন, আজকাল আমরা হিন্দি সিনেমায় উর্দু তেমন শুনি না। আগে সেন্সর বোর্ড শংসাপত্র দিত যখন স্পষ্ট লেখা থাকত, উর্দু। কারণ, গানের কথা, শায়েরি, এ সব উর্দুতে হত। সিনেমার একটা বড় অংশ জুড়ে থাকত এই ভাষার আধিপত্য। লেখকরাও ছিলেন পার্সি।

নাসিরের আক্ষেপ, এখন সব বদলে গেছে। ভাষা নিম্ন মানের। তার মতে, সিনেমার নামকরণ নিয়েও চিন্তাভাবনার অভাব রয়েছে। পুরনো গানের লাইন ভেঙেই বসিয়ে দেওয়া হচ্ছে এ যুগের নতুন নতুন সিনেমার নামে।

 

শেয়ার