বুধবার ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মস‚চীর অংশ হিসেবে সমাবেশ করেছে ভোলা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় ভোলা শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন ভোলা ভোলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, থানা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া বেলালসহ উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা সমাবেশে বলেন, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও রাজবন্দিদের অভিলম্বে মুক্তি, বিদ্যূৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।