Top
সর্বশেষ

মাগুরায় মধুমতি নদীর ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

২৯ জানুয়ারি, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
মাগুরায় মধুমতি নদীর ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

মাগুরা জেলার মহম্মদপুর মধুমতি নদীর ভাঙনের কবলে দিশাহারা নদীপাড়ের মানুষ। মধুমতির নদীর পাড়ের বালু উত্তোলনের ফলে এ সকল সাধারণ মানুষের দুঃখ-কষ্টের আর শেষ নেই। প্রতি বছর নদী এলাকায় ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের কবলে পড়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে নদীর কূল থেকে বালু উত্তোলন।

মহম্মদপুর সদর ইউনিয়নের ৪টি গ্রামের মধুমতি নদীর তীরের বাসিন্দাদের জমি ও বসতভিটা ভাঙনের কবলে পড়ায় বালু উত্তোলনকারীদের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

উপজেলার চর পাচুড়িয়া গ্রামের ভাঙন কবলিত এলাকার শত শত নারী-পুরুষ গতকাল সকালে চর পাচুড়িয়া মধুমতি নদীর তীরে এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে নদীর তীরের বসতিদের বসতবাড়ি রক্ষার দাবি তুলে ধরেন চর পাচুড়িয়া গ্রামের মো. ওবায়দুর রহমান, মিজানুর রহমান, হাসেম মোল্লা ও মোছা. অন্তরা প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার দাবি করেন।

শেয়ার