Top
সর্বশেষ

ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

০৯ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান ও মো. মোশাররফ হোসাইন।

ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মো. ইদ্রিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং ঢাকা সাউথ জোনের অধীন শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন।

শেয়ার