Top

শান্তির দেখা মিলবে শান্তিপুর অরণ্য কুটিরে

৩০ জানুয়ারি, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
শান্তির দেখা মিলবে শান্তিপুর অরণ্য কুটিরে
ভ্রমন ডেস্ক :

ইট-পাথরের শহরের বিষাক্ত বাতাস আর ধুলোমাখা পরিবেশ থেকে মনোরম পরিবেশে গিয়ে জীবনটাকে উপভোগ করাই জীবনের অন্যতম সার্থকতা। সেজন্য কর্মব্যস্ত জীবনের ফাঁকে ভ্রমণ অপরিহার্য।

এটি এমন একটি ভ্রমণের স্থান যেটি খাগড়াছড়ি জেলার অন্যতম এক নিদর্শন জায়গা। খাগড়াছড়ি জেলা শহর থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক দিয়ে ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পানছড়ি বাজারে পৌঁছার পর দক্ষিণ দিকের পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করলেই দেখা মিলবে অপরূপ শোভা নিয়ে দাঁড়িয়ে থাকা এক জায়গা শান্তিপুর অরণ্য কুটির।

 

শান্তিপুর নামক স্থানে ১৮০ একর জমিতে এটি অবস্থিত। বিশাল এলাকাজুড়ে অরণ্যে আবৃত বলেই হয়তো এর নামকরণ করা হয়েছে ‘অরণ্য কুটির’।

প্রকৃতির অবারিত ঘন সবুজ বনানীর ছায়া সুনিবিড় মমতায় ঘেরা এক অপূর্ব সৌন্দর্য্যের লীলাভূমি, ধ্যান-সাধনার পীঠস্থান এই অরণ্য কুটির। প্রকৃতি যেন চিত্রকর সেজে মন-প্রাণ ঢেলে, শৈল্পিক রুপ-রঙ দিয়ে আর মন মাতানো সৌন্দর্য্যের রঙ তুলিতে সাজিয়ে তুলেছে।

অরণ্য কুটিরে অবস্থিত বৌদ্ধ মন্দিরটির প্রধান আকর্ষণ হল এখানেই বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বুদ্ধ মূর্তিটি রয়েছে। ১৯৯৯ সালে নির্মিত ৫০ ফুট উচ্চতার এ বুদ্ধ মূর্তি তৈরিতে সময় লেগেছে ৩-৪ বছর।

এখানকার উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে সাড়ে ৪৮ ফুট উচ্চতার গৌতম বুদ্ধের মূর্তি, লাভীশ্রেষ্ঠ সিবলী মহাস্থবিরের মন্দিরসহ মূর্তি, মারবিজয়ী উপগুপ্ত মহাস্থবিরের মূর্তি, অধ্যক্ষ মহোদয়ের আবাসস্থল ‘মৈত্রী ভবন’, ১০০ হাত দৈর্ঘ্যের ভিক্ষুশালা, ৬০ হাত দৈর্ঘ্যের দেশনাঘর, ৮০ হাত দৈর্ঘ্যবিশিষ্ট ভোজনশালা এবং বড় বুদ্ধ মূর্তির ছাদ।

যেভাবে যাবেন

বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সরাসরি খাগড়াছড়ি শহরে চলে আসবেন। খাগড়াছড়ি পৌঁছে বাস, সিএনজি বা মোটর সাইকেলে করে পানছড়িতে যেতে পারেন। খাগড়াছড়ি শহর থেকে পানছড়ি রাস্তার ২৫ কিলোমিটার যাওয়ার পর পানছড়ি বাজার দেখতে পাবেন।বাজার থেকে ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই অরণ্য কুঠিরটি। যেখানে পৌঁছাতে আপনার সময় লাগবে আধ-ঘন্টা।

কোথায় থাকবেন

খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য তেমন হোটেল নেই। সেজন্য মানসম্মত থাকতে চাইলে খাগড়াছড়ি শহরে থাকতে হবে। শহরে বিভিন্ন মানের হোটেল রয়েছে।

 

শেয়ার