বরগুনার বেতাগী উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে দীর্ঘদিনধরে নানান কু-প্রস্তাব দিয়ে আসছেন একই স্কুলের প্রধান শিক্ষক। এতে রাজি না হওয়ায় ওই সহকারী শিক্ষিকাকে মারধর ও গলায় ওরনা পেচিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম আবু হানিফ মল্লিক। তিনি বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ৮৩ নং পঞ্চায়েতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। ভুক্তভোগী শিক্ষিকা কাকলী বেগম একই স্কুলের সহকারী শিক্ষক।
খোজ নিয়ে জানা যায়, বেতাগী উপজেলার ৮৩ নং কাজিরাবাদ পঞ্চায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলি বেগমকে দীর্ঘদিন নানা কুপ্রস্তাব দিয়ে আসছেন ওই স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ মল্লিক। একদিন স্কুলে ওই সহকারী শিক্ষকাকে একা পেয়ে তার হাত ধরে ঝাপটাঝাপটি করে। পরে এক পর্যায়ে কাকলির গায়ের ওড়না দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। পরে কোন মতে কাকলি চিৎকার দিয়ে ছূটে পালিয়ে যায় এবং এলাকার মানুষ ও থানায় জানায়।
স্থানীয় এক দোকানদার জানান, ঘটনা সত্য। এই স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ আসলেই একজন খারাপ লোক। এর আগে যেই স্কুল ছিলো সেখানেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রযেছে। আমরা এই লম্পটের বিচার চাই। স্থানীয় জাকির নামের এক ব্যাক্তি জানান, কাকলি নামের এই শিক্ষক তার বৃদ্ধ মা ও তার ছোট একটি বাচ্ছা নিয়ে স্কুলের পাশেই এক ভাড়া বাসায় থাকে। ওর স্বামী থাকে ঢাকায়। ওই স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ আসলেই খারাপ প্রকৃতির লোক। তার চরিত্র খুবই খারাপ এবং সে যেসব স্কুলে চাকরি করে আসছে সব স্কুলেই তার খারাপ রেকর্ড রয়েছে। আমরা এসব শিক্ষকদের পরিত্রাণ চাই।
ভুক্তভোগী সহকারী শিক্ষক কাকলি বেগমের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী ঢাকায় থাকেন। আমি আমার বৃদ্ধ মা ও দুই শিশু সন্তান নিয়ে স্কুলের পাশেই একটি ভাড়া থাকি। আমার স্কুলের প্রধান প্রধান শিক্ষক আবু হানিফ তিনি দীর্ঘদিন আমাকে ডিস্টার্ব করে আসছেন। হঠৎ একদিন স্কুলে অন্য শিক্ষকরা অনুপস্থিত থাকায় আমার হাত ধরে এবং আমাকে জোর করে ঝাপটিয়ে ধরে। এক পর্যায়ে আমার ওড়না দিয়ে আমারই গালায় ফাঁস দেওয়ার চেস্টা করে। এসময়ে আমার ছোট মেয়ে দেখে আমাকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও আছার মারে। আমি চিৎকার দেই পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে এবং পরে বরগুনা সদর হাসপাতালে আমাকে ভর্তি করানো হয়। এখনও আমার গলায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, এবিষয়ে বেতাগী উপজেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা (টিও) মিজানুর রহমান খানকে জানালেও তিনি কোন গুরুত্ব দেয়নি। কারন তিনি প্রধান শিক্ষক আবু হানিফ এর কাছ থেকে মোটা অংকের ঘুষ খেয়েছেন। আমি আপনাদের মাধ্যমে শিক্ষক নামের কলংক এই আবু হানিফের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
অভিযুক্তকারী প্রধান শিক্ষক আবু হানিফের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরকম কোন ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। আর কিছুই নয়। এবিষয়ে বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং উভয়কে শান্ত হতে বলেছি। এবিষয়ে আমাদের তদন্ত চলোমান রয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে আমাদের পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। এবিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেননি। তবে অভিযোগ করা হলে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।