মাগুরায় অবসরপ্রাপ্ত সরকারি পেনশনভোগী কর্মচারীদের মাঝে এককালীন অনুদান, চিকিৎসা সহায়তা ও শিক্ষা বৃত্তি ২৮ গড় ৮৩ হাজার ২ শত টাকার চেক আজ আছাদুজ্জামান মিলনায়তনে বিতরন করা হয়েছে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে চেক বিতরণ করেন।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুর গফুরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্য গোলাম হোসেন ঝন্টু ও স্থানীয় নেতৃবৃন্দ।
চেক বিতরণ অনুষ্ঠানে ২৫ জনকে শিক্ষা বৃত্তির ১ গড় ৬৫ হাজার টাকা, ৫৬ জনকে চিকিৎসা সহায়তার ৪ গড় ৯ হাজার ৭ শত টাকা ও ৬২ জন অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে এককালীন অনুদানের ৩ লড়্গ ৮ হাজার ৫ শত টাকা, মোট ১৪৬ জনের মাঝে মোট ৮ গড় ৮৩ হাজার ২ শত টাকার চেক বিতরন করা হয়। ফলে অবসরপ্রাপ্ত সরকারি ১৪৬ জন কর্মচারী উপকৃত হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।