ভাতার টাকা আত্মসাৎকারীদের বিচারের দাবিতে গণভবনের সামনে অবস্থান করছে ভাতাভোগীরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সেখানে অবস্থান নেয় তারা।
এরআগে গত দুইদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন তারা। সেখান থেকে তারা গণভবনের সামনে যান।
ভাতাভোগীরা বলেন, প্রধানমন্ত্রী প্রদত্ত কুষ্টিয়ার দৌলতপুরে দুস্থ অসহায় বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা ভোগীদের ভাতার টাকা আত্মসাৎকারীদের বিচার চাই। ভাতার টাকা ফেরত চাই। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই।
তাদের সাথে থাকা বীর মুক্তিযোদ্ধার সন্তান তন্ময় হক বলেন, ২০২১ সালে ভাতার টাকা আত্মসাৎকারীদের বিচারের দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে ভুক্তভোগীরা অনশন করে। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়, দুদক কার্যালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছিল। কিন্তু সেই সমস্যা সমাধান হয়নি। ভাতা ভোগীরা এখনও বিচার পাননি, সেই টাকা পায়নি। আমরা বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি বিবেকের তাড়নায় ভাতা ভোগী এই ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছি। দুর্নীতির সাথে দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ প্রভাবশালী মহলের অনেকেই জড়িত থাকতে পারে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
জানা গেছে, ঘটনায় ২০২১ সালের ৭ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভুক্তভোগীরা অনশণ করেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হচ্ছে। তবে সুবিধাভোগীরা জানেন না তাদের টাকা কোন নম্বরে যাচ্ছে। এসব টাকা পৌঁছে দেওয়ার জন্য তাদের বিপরীতে যে নগদ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, সেখানে কারও নম্বর ভুল, কারও নম্বর থাকলেও ওই নম্বর কার তা জানেন না ভাতাভোগীরা। এ কারণে সঠিকভাবে ভাতাভোগীরা তাদের প্রাপ্য পাচ্ছেন না। অনেক নম্বর বন্ধ থাকায় টাকা কে নিয়েছেন তাও জানা যাচ্ছে না।
এ বিষয়ে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম, দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার ও দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসার আতাউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
এবিষয়ে কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন বলেন, এই ঘটনায় আমরা একাধিকবার তদন্ত করেছি। শুধু আমারই না, সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও বিষয়টি তদন্ত করে দেখেছেন। আমরা তদন্ত করে যেটি পেয়েছি, সেটি হলো- সমাজসেবা অফিস থেকে সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাতাভোগীরা যেই অ্যাকাউন্ট নম্বর দিয়েছে, সমাজসেবা অফিস সেই নম্বরেই টাকা পাঠিয়েছে। তারা হয়তো তাদের পরিচিত জনের, নিজেদের লোকের অথবা দোকানের নম্বর নম্বর দিয়েছিল। ওই টাকা হয়তো তারা তাদেরকে দেয়নি। সমাজসেবা অফিস ঠিকই টাকা পাঠিয়েছে, সবাই টাকা পেয়েছে, সব নম্বরেই টাকা পাঠানো হয়েছে। সমাজসেবা অফিসের কেউ দুর্নীতি করেনি।