Top

খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস কিশোর গ্যাং নির্মূল করার আহ্বান

০৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ
খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস কিশোর গ্যাং নির্মূল করার আহ্বান
কিশোরগঞ্জ প্রতিনিধি :

খেলাধুলা যেমন দেহ সতেজ রাখে, তেমনি মন সুস্থ রাখে। মনে খারাপ চিন্তা ভাবনা কম আসে। সমাজ সুস্থ সুন্দর থাকে।খেলাধুলার মাধ্যমেই মাদক সন্ত্রাস কিশোর গ্যাং দূর করা সম্ভব। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ পৌর এলাকার চরশোলাকিয়া ইদগাহ সংলগ্ন মাঠে ব্রাদার্স প্রিমিয়ারলীগ আয়োজিত নাইট ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি ও উদ্বোধক এর বক্তব্যে এসব কথা বলেন অতিথিরা।

বর্ণাঢ্য ও জমকালো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য,গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত জিএস ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন।অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ। সাংবাদিক আশরাফুল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রশিদ স্বরমিন,জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ইফতেখার শাহিন, ব্যবসায়ী সমিতির সভাপতি আশিকুর রাজিব, সাবেক ছাত্রনেতা সোহেল, থানার এস আই আলামিন, ডিবির সাব-ইন্সপেক্টর মকবুল প্রমুখ।

প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। শেষে অতিথিরা ফুটবলে শট দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে নক আউট পর্বের খেলা শুরু হয়। ৮ টি টিমের নক আউট পর্ব শেষে সেমিফাইলাইন খেলা অনুষ্ঠিত হয়। মধ্যরাতে খেলা ফাইনালে গড়ায়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের প্লেয়ারদের মাঝে ট্রফি বিতরণ করা হয়। পরে রাতের ভোজনের মাধ্যমে এবারের ব্রাদার্স প্রিমিয়ারলীগের আসর সমাপ্ত হয়।

শেয়ার