প্রকৃতিতে এখনো শীতের আমেজ,দিনে হালকা গরম ভাব থাকলেও রাতে বেশ শীত অনুভূত হয়। এমন পরিবেশে সারি সারি বাহারি রঙের ভিনদেশি টিউলিপ ফুল ফুটে অন্য রকম রূপ দিয়েছে ইট পাথরের মফস্বল শহরে। টিউলিপ বাগানে ঢুকলেই যে কারও মন জুড়িয়ে যায় নিমিষেই। টিউলিপ ফুলের রূপ দেখে যে কেউ নিজেকে ইউরোপের দেশ নেদারল্যান্ডস এর কোন বাগানে ঘুরছে ভাবতে পারে।
বাহারি টিউলিপ মানেই চোখে ভাসে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। শীত মৌসুমে হাজার হাজার পর্যটক ভিড় করে নেদাল্যান্ডের টিউলিপ ফুল ফোঁটার সৌন্দর্য দেখতে। যত বেশি শীত তত টিউলিপের রূপ বিকশিত হয়। সেখানে চোখ জুড়ানো বহু রঙের টিউলিপ ফুলে মুগ্ধ হয় ঘুরতে যায় পর্যটকরা। সেই মুগ্ধতাকে ঘিরে বছরে লাখ লাখ টিউলিপ ফুল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে ফুলের স্বর্গ রাজ্যখ্যাত নেদারল্যান্ডস। এ তো গেল ভিনদেশের গল্প। এমনি টিউলিপের অসাধারণ গল্প তৈরি করেছেন বাংলাদেশের মৌমিতা ফ্লাওয়ার্স নামে একটি প্রতিষ্ঠান। রুক্ষ পরিবেশে ভিনদেশি টিউলিপ ফুল ফোঁটানো অসম্ভব এমন বাস্তবতাকে পাশ কাটিয়ে টিউলিপের মুগ্ধতা মৌমিতা ফ্লাওয়ার্সের পলি মোড়ানো একটি সেডে বেড়েই চলেছে। এখানে ১২ রঙের অন্তত ৭০ হাজার টিউলিপ ফুল ফোঁটতে শুরু করেছে। এরই মধ্যে দর্শনার্থীরাও বাগানে আসতে শুরু করছে টিউলিপ ফুলের রূপ দেখতে। তুলছেন ছবি, পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এটি গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া পূর্ব-খণ্ড গ্রামের ফুল চাষি দেলোয়ার হোসেনের মৌমিতা ফ্লাওয়ার্স গার্ডেনের গল্প। এ ফুল চাষি দেশের অন্তত আরও দশটি স্থানে টিউলিপ ফুল ফোঁটাতে চাষিদের নানা সযযোগিতা করছেন। এ ফুল চাষকে কেন্দ্র করে তার বাগানে অন্তত ২৫ জনের কর্মসংস্থান হয়েছে। এর পরিধি আরও বাড়লে বহু মানুষের কর্মের সংস্থান হবে সহজেই। আর কয়েক বছরের মধ্যে আমাদের দেশে বাণিজ্যিকভাবে টিউলিপ ফুল চাষ হবে এমন আশা করেন এ ব্যতিক্রমী ফুল চাষি।
জানা গেছে, ২০২০ সালে পরীক্ষামূলক ভাবে দেড় শতাংশ জমিতে টিউলিপ ফুলের বাল্ব (বীজ) রোপণ করেন দেলোয়ার হোসেন। প্রথমবারের সে চেষ্টায় তিনি দারুন সফল হন। বাংলাদেশের লাল মাটিতে রুক্ষ পরিবেশে টিউলিপ ফুল ফুঁটিয়ে তাক লাগিয়ে দেন দেলোয়ার হোসেন। পরের বছর আরও একটু বড় পরিসরে আরও সফল হন তিনি। এবার চতুর্থবার বেশ বড় পরিসরে চাষ শুরু করেন টিউলিপ ফুলের।
চলতি বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নিজ বাগানে প্রায় ত্রিশ শতাংশ জমিতে ৭০ হাজার বাল্ব (বীজ) রোপণ করা হয়। নেদারল্যান্ডের ফুল রপ্তানিকারক প্রতিষ্ঠান জেন ডি উইট নামের ওই প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯২ হাজার বাল্ব নিয়ে আসা হয়। পরে সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে কৃষক ও প্রতিষ্ঠানের কাছে রোপণের অতিরিক্তগুলো বিক্রি করা হয়েছে। এ ফুল চাষে তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে প্রয়োজন হয়। এর বেশি তাপমাত্রা হলে ফুল ভাল হয় না। পৃথিবীতে ১৫০ প্রজাতির টিউলিপ ফুল রয়েছে। তবে লাল, বেগুনি, সাদা, হলুদ, পিঙ্ক রঙের টিউলিপ বেশি নান্দনিকতা ছাড়ায়। এগুলোর চাহিদাও বেশি।
মৌমিতা ফ্লাওয়ার্সের স্বত্তাধিকারী ফুল চাষি দেলোয়ার হোসেন বলেন,শনিবার সকালে টিউলিপ বাগান পরিদর্শন করেন ঢাকায় ন্যাদারল্যান্ডস এর ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে এই ফুলের দাম কম এবং চাহিদা আছে। আরও দক্ষতার সাথে করতে পারলে এই খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সম্ভব হলে এই ফুল চাষ হয় এমন কিছু দেশ ঘুরে অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। এই বাগান থেকেও ইউরোপের বিভিন্ন দেশে ফুল সরবরাহ করা যেতে পারে।