স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, নিপা ভাইরাসের চিকিৎসা, ভ্যাকসিন ও ওষুধ নাই। এটি একধরণের মারাত্মক ভাইরাস। কাজেই এটি থেকে আমাদের সাবধান থাকতে হবে। এ রোগে প্রায় পচাত্তর শতাংশ মৃত্যু ঝুঁকি রয়েছে। নিপা ভাইরাসের উৎপত্তি বাদুড় থেকে ছড়ায়। বাদুড় যদি গাছের কাঁচা রসে মুখ দেয়, কোনো ফলে মুখ দেয় তাহলে সেই রস ও ফল সংক্রমিত হয়। পরবর্তীতে সেই রস ও ফল যদি কেউ খায় তবে তার নিপা ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২২ এর সমাপনি অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক জিজ্ঞাসায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, এখনো পর্যন্ত দেশে আটজন রোগী রয়েছেন যারা নিপা ভাইরাসে আক্রান্ত। এছাড়াও ইতোমধ্যে পাঁচ জনের মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা এরই মধ্যে উত্তর সিটি করপোরেশনে আমাদের হাসপাতালে বিশটি ও বক্ষব্যাধী হাসপাতালে পাঁচটি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। রাখা হয়েছে পর্যাপ্ত চিকিৎসা সেবার। এবিষয়ে পত্র-পত্রিকা ও টেলিভিশন ছাড়াও বিভিন্ন মাধ্যমে এই রোগ সম্পর্কে সকলকে জানানোর ব্যবস্থা নিয়েছি।
এসময় মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ পুলিশ সুপার মেহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।