Top
সর্বশেষ

জাতীয় পতাকা অবমাননা করায় একজন আটক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
জাতীয় পতাকা অবমাননা করায় একজন আটক
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় পতাকা অবমাননা করায় আবু সুফিয়ান (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকালের দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাজিহাট গ্রামে পতাকা অবমাননার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।

আটক আবু সুফিয়ান মিরপুর উপজেলার মাজিহাট গ্রামের মৃত নবীছ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্যাতনের বিচার না পেয়ে অভিযুক্ত আবু সুফিয়ান বাজার থেকে দুইটি বাংলাদেশের জাতীয় পতাকা কিনেন। এরপর তার নিজস্ব টিনের ঘরের ছাদে দুইটি পতাকা টাঙিয়ে মাঝখানে বিভিন্ন ধরনের ছেড়া জুতা ঝুলিয়ে রাখেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আব্দুল হান্নানসহ গ্রামবাসীরা দেখতে পেয়ে পুলিশ খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, জাতীয় পতাকা অবমাননা করায় তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার