Top

বৈচিত্র্যভরা নাপিত্তাছড়ার ঝিরি ঝরণা

০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
বৈচিত্র্যভরা নাপিত্তাছড়ার ঝিরি ঝরণা
ভ্রমণ ডেস্ক :

পর্যটকদের কাছে প্রিয় নাম সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত। আরও আছে মীরসরাইয়ে নাপিত্তছড়ার বুনো ঝরণা। পাশেই অনিন্দ্য সুন্দর কুপিকাটাখুম, মিঠাছড়া আর বাঘবিয়ানীর প্রবাহ। আছে মনোমুগ্ধকর ঝিরি ঝরণা।

বৈচিত্র্যভরা নাপিত্তাছড়ার প্রবাহ। সবুজে ঘেরা ঝিরি পথের এই প্রবাহ পর্যটকদের কাছে অপার এক আকর্ষণ।মীরসরাইয়ে নাপিত্তছড়ার নান্দনিক ঝিরিপথে দেখা মিলবে আকাশছোঁয়া পাথড়ের চাঁই। কোথাও নুড়ি বিছানো পথ। একটু দূরেই নান্দনিক জলধারা।

প্রথমেই দেখা মিলবে কুপিকাটাখুমের। নাপিত্তাছড়ার সবচেয়ে সুন্দর ঝরণার দেখা মিলবে অল্প দূরে। বাঘবিয়ানী নামের ঝরণার সৌন্দর্যও কোন অংশে যেনো কম নয়। সীতাকুণ্ডের গুলিয়াখালীর সবুজ সৈকত পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। একদিকে দিগন্তজোড়া সাগরের জলরাশি অন্যদিকে সারিবদ্ধ কেওড়া বন গুলিয়াখালীকে করেছে অপরূপা।

যাবেন কিভাবেএটা হলো সবচেয়ে জরুরী কথা কারণ আপনি যদি নাই জানেন কিভাবে যাবেন তাহলেতো যেতে পারবেন না । আপনি ঢাকা থেকে চট্রগ্রাম গামী যেকোন বাসে উঠেই বললেই আপনাকে নয়দুয়ারী বাজার নামিয়ে দিবে ,যদি বাসের ড্রাইভার না চিনে তবে বুঝিয়ে বলবেন যে মিরসরাই এর পর বড়তাকিয়ে বাজার এর এক কিমি পর নয়দুয়ারী বাজার ব্যাস চিনে যাবে  । এছাড়া খরচ কমানোর জন্য ঢাকা থেকে সরাসরি ফেনি এসে তারপর সেখান থেকে লোকাল বাসে নয়দুয়ারী বাজার আসতে পারেন । এছাড়া লোকাল ট্রেন চট্রলা এক্সপ্রেসে উঠলে ফেনী বা সীতাকুন্ড স্ট্রেশনে নেমেও নয়দুয়ারী আসতে পারেন ।

 

শেয়ার