Top

কোটালীপাড়া কলেজে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ

০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
কোটালীপাড়া কলেজে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির প্রভাষক উত্তম বালা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নিয়োগ কমিটির সদস্য সচিব থাকা অবস্থায় নিয়ম বহির্ভূত ভাবে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে নিয়োগ নিয়েছেন। এ বিষয়টি জানার পরে ওই শিক্ষা প্রতিষ্ঠানসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনার ঝড় ওঠে।

জানা গেছে, উত্তম বালা ২০১৪ সালের ১০ মার্চ খাগবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এডহক কমিটি কর্তৃক প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হয়। এরপর ২০১৬ সালের ২১ জানুয়ারি প্রভাষক উত্তম বালা শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ১২ ফেব্রুয়ারি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তম বালা ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ না করে নিয়োগ কমিটির সদস্য সচিব থাকা অবস্থায় নিজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে স্থায়ী ভাবে নিয়োগ গ্রহণ করেন।

এ বিষয়ে খাগবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উত্তম বালার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার নিয়োগের সময় আমি নিয়োগ কমিটির সদস্য সচিব ছিলাম না। নিয়োগ কমিটির সদস্য সচিব ছিলেন অধ্যক্ষ খোকন বালা।

তবে বিষয়টি নিয়ে অধ্যক্ষ খোকন বালা কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি জেনে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

 

শেয়ার