চলতি মৌসুমে মাগুরা জেলায় সরকারি খাদ্য গুদামে এখন পর্যাপ্ত এক ছটাক ধান সংগ্রহ হয়নি। বাজার মূল্যের চেয়ে সরকার নির্ধারিত মূল্য কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় খাদ্য বিভাগ, মিলারসহ সংশ্লিষ্টরা। মাগুরা জেলা খাদ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, চলতি আমন মৌসুমে জেলার ৪ উপজেলায় ৫টি খাদ্য গুদামে ৩ হাজার ৭৭০ মেট্রিক টন ধান ও ১ হাজার ২৯১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
গত ১৭ নভেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হয়ে যা ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। কিন্তু মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কোনো গুদামেই সংগৃহীত হয়নি এক ছটাক পরিমাণ ধান। চাল হয়েছে মাত্র ৬৫০ মেট্রিক টন। কারণ অনুসন্ধানে জানা গেছে, বাজারে প্রতি মণ ধান ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা, প্রতি মণ মোটা চাল অন্তত ১ হাজার ৯০০ থেকে ২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কিন্তু চলতি মৌসুমে প্রতি মণ ধানের সরকারি মূল্য ১ হাজার ১২০ টাকা, চালের দাম মণপ্রতি ১ হাজার ৬৮০ টাকা ধার্য করা হয়েছে।
সদরের ধলহরা গ্রামের কৃষক আব্দুল গফ্ফার জানান, প্রতি বছর তিনি সরকারি গুদামে ধান দিয়ে থাকেন। কিন্তু এ বছর জ্বালানীর দাম, সারের দাম ও মজুরীর খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ মণ প্রতি কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা পড়েছে। কিন্তু সরকার দাম দিচ্ছে মাত্র ১ হাজার ১২০ টাকা। অন্যদিকে বাজারের প্রতি মণ ধান ১ হাজার ৪০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এ কারণে এবছর তারা গুদামে ধান দিচ্ছেন না। সদরের বাটিকাডাঙ্গার চাল কল মালিক সুজিত প্রামাণিক বলেন, বর্তমান বাজারের তুলনায় ধান, চালের সরকারি মূল্য কম। এ কারণে ধান সংগ্রহ করা কঠিন হয়ে পড়ায় সরকারি গুদামে চাল দেয়ার ক্ষেত্রে তারা লোকসানের মুখে পড়েছেন। ফলে তিনি সরকারি খাদ্য গুদামে চাল দিতে পারছেন না।
জেলা খাদ্য কর্মকর্তা মনতোষ মজুমার বলেন, বাজারের সঙ্গে সরকারি মূল্যও ব্যাপক তারতম্যের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারি মূল্যের চেয়ে বাজারে ধান চালের দাম অনেক বেশি। যে কারণে কৃষক ও মিলাররা জেলা সরকারি খাদ্য গুদামে ধান, চাল বিক্রি করছেন না। জেলার তালিকাভুক্ত ১০৯ জন মিলার রয়েছেন। তার মধ্যে এ পর্যন্ত মাত্র ৩০ জন চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের মধ্য থেকে কয়েক জন মাত্র ৬৫০ মেট্রিকটন টন চাল সরকারি গুদামে দিয়েছেন। তবে তারা এ পর্যন্ত ধান কিনতে ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে তদন্ত করে মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।