Top

খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে মাদরাসা প্রাঙ্গণ মাঠে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সহ সভাপতি ও কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র হাজী হুমায়ূন সিকদার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম, বাংলাদেশ পুলিশ কলাপাড়া থানার এস আই শামীম, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্য গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম কেনান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করেন প্রধান অতিথি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পুরুষ অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ ও আমন্ত্রিত মহিলাদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।

বিকাল ৫.১০ শুরু হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, মাদরাসা মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলায় দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।

শেয়ার