নেতাদের বিদেশ সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনের পর থেকে নেতার মধ্যে গাঁ ছাড়া ভাব চলে আসছে। অনেকে কয়েকদিন পরপর ওমরাহ পালন করতে যাবে, চিকিৎসার জন্য যাবে, বোনের চিকিৎসা, আত্মীয়ের চিকিৎসাসহ নানা ছুতো দেখায়।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, আমাদের এখানে পার্টি অফিসে প্রচুর লোক আসে কিন্তু কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকেন না। আমি জেনারেল সেক্রেটারি উপস্থিত থাকি। কোনো বিভাগের কোনো সমস্যা পেলে আর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা থাকলে তাদের সামনে আমি বলতে পারি এ সমস্যা নিয়ে। সব বিষয়ে নেত্রী নাক গলাবেন এ সময় তো নেত্রীর নেই। তিনি কঠিন এক পরিস্থিতি মোকাবিলা করছেন। সেই অবস্থায় তাকে পার্টির সব ব্যাপারে, ঠুনকো ব্যাপারেও তাকে বিব্রত করা আমি মনে করি ঠিক হবে না। রাষ্ট্রীয় কাজে তার অনেক ব্যস্ততা। তারপরও তিনি খোঁজ খবর রাখেন।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় পার্টির অভ্যন্তরীণ কোনো সমস্যা হলে সেটা তিনি নেত্রী এসএমএস পাঠান, অথবা ফোন করে কথা বলেন। শুধু আমাকে নয় যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, যাকে যেখানে প্রয়োজন মনে করেন তার সঙ্গে কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। এখন আমাদের প্রতিদিনই আলাপ-আলোচনার করতে হবে। সেজন্য আপনাদের আমি বিশেষভাবে আহ্বান করছি যারা সম্পাদক আছেন দয়া করে দ্রুত সময়ের মধ্যে উপ-কমিটির খসড়া তৈরি করুন। করব করব বললে হবে না, নির্বাচন ডিসেম্বরে। উপ-কমিটিগুলো তাড়াতাড়ি করে ফেলুন।
তিনি আরও বলেন, এখনো সহযোগী সংগঠনের একটা কমিটিও আমি পাইনি। একটা কমিটি এখন পর্যন্ত জমা হয়নি। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বাচিপ। কমিটি কিন্তু জমা হয়নি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কিছু কমিটি এখনো ঘোষিত হয়নি। এগুলো দ্রুত করে দিতে হবে। আমাদের অনেক কাজ বাকি। আমাদের টিম ওয়ার্ক করতে হবে। ঘরে ঘরে যেতে হবে, এটা নেত্রীর নির্দেশনা।