Top

মাগুরায় স্কুলছাত্রীর আত্মহত্যা

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
মাগুরায় স্কুলছাত্রীর আত্মহত্যা
মাগুরা প্রতিনিধি :

মাগুরা শহরের তাঁতিপাড়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী গতকাল গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তার নাম অংকিতা পো্দ্দার (১৬) সে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ।

গতকাল বিকেলে তাঁতিপাড়ায় এ ঘটনা ঘটে। মাগুরা থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ও নিহতের পারিবাবারিক সূত্রে জানা যায়, অংকিতার বাবা ব্যাংক কর্মকর্তা অরূপ কুমার পোদ্দার যশোর রুপালী ব্যাংকের আঞ্চলিক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন । মা শ্যামলী সাহা মাগুরা শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক । মা সকালে কর্মস্থলে চলে যাওয়ার পর অংকিতা নিজ ঘরের দরজা বন্ধ করে রাখে। স্থানীয়রা বিকেলে দীর্ঘক্ষণ সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরী বিভাগরে ডাক্তার মো: রফিকুল এহসান বলেন, গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীটি আত্মহত্যা করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, নিহতের পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

শেয়ার