Top

যশোরের বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে পুলিশের হামলা আহত ২০

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
যশোরের বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে পুলিশের হামলা আহত ২০
যশোর প্রতিনিধি :

যশোরে বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এছাড়া রূপদিয়া বাজার ও নওয়াপাড়া ইউনিয়নে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আজ পদযাত্রা কর্মসূচি ছিল। বিকেল ৪টায় যশোরে সদর উপজেলার ঝুমঝুমপুর বিসিক এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি সূচনা করেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আমিত। মিছিলটি যশোর নড়াইল সড়কের বাউলিয়া বাজারে পৌঁছালে পিছন থেকে পুলিশ হামলা চালায়।

এ সময় পুলিশের লাঠি চার্জে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি’র নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা যুবদল সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। পরে অনিন্দ্য ইসলাম অমিত নরেন্দ্রপুর ইউনিয়নের পথযাত্রা কর্মসূচিতে অংশ নেন। নরেন্দ্রপুর খাদ্য গুদামের সামনে থেকে পদযাত্রা বের করে রূপদিয়া বাজারে দিকে যাওয়ার সময় পথিমধ্যে রেলক্রসিংয়ের গেট ফেলে বিএনপি নেতাকর্মীদের বাজারে উঠতে বাধা সৃষ্টি করে পুলিশ। এ সময় সেখানে পথসভা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম আমিত।

এছাড়া নওয়াপাড়া ইউনিয়নে পুলিশে বাধার মুখে পড়েছে বিএনপি’র পদযাত্রা। বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের সব ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। আমি দুটি ইউনিয়নে অংশ নিয়েছি। কোন প্রকার উস্কানি ছাড়াই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। অমিত পুলিশের অতি উৎসাহী এসব সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। তবে এ ব্যাপারে পুলিশের কর্মকর্তারা বক্তব্য দিতে রাজি হননি।

শেয়ার