Top

মালেতে প্রবাসী কর্মীদের নিরাপদ আবাসন নিশ্চিতের অনুরোধ বাংলাদেশের হাইকমিশনারের

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
মালেতে প্রবাসী কর্মীদের নিরাপদ আবাসন নিশ্চিতের অনুরোধ বাংলাদেশের হাইকমিশনারের
প্রবাস ডেস্ক :

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদে কর্মীদের মরদেহ সংরক্ষণে মালে সিটি কাউন্সিলের মর্গের চার্জ মওকুফের অনুরোধ করেন দেশটিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। রোববার (১২ ফেব্রুয়ারি) মালদ্বীপের মালে সিটি কাউন্সিলের মেয়র ড. মোহাম্মেদ মিউজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সময় এই অনুরোধ করেন।

এছাড়াও মালেতে প্রবাসী কর্মীদের নিরাপদ ও মান সম্পন্ন আবাসন নিশ্চিত করতে সিটি কাউন্সিলকে কার্যকরী ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়। সবশেষে সিটি কাউন্সিলে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় ডলারের সংস্থান করার অনুরোধ করা হয়।

মেয়র সিটি কাউন্সিলে প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করেন ও তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। এসময় মিশনের কাউন্সেলর (শ্রম) সোহেল পারভেজ ও সিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মুজতবা জলিল উপস্থিত ছিলেন।

মরদেহ মর্গে সংরক্ষণে রাখার জন্য প্রতিদিন বাংলাদেশি টাকা প্রায় ১৫/১৬ হাজার টাকা খরচ বহন করতে হয়। ১০-১২ দিনের মর্গের খরচ দিয়ে একটি মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব।

 

শেয়ার