Top

মাগুরায় মাধ্যমিক বিদ্যালয় ভবন ও নাকোল বাজার ভবনের উদ্ভোধন

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
মাগুরায় মাধ্যমিক বিদ্যালয় ভবন ও নাকোল বাজার ভবনের উদ্ভোধন
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ঠ ১ তলা একাডেমিক ভবনের নির্মান কাজ শেষ হওয়ায় ভবনটি গতকাল বিকালে উদ্ধোধন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর। শিক্ষা প্রকৌশল বিভাগ নির্মিত এই ভবনটির নির্মাণ কাজে ব্যায় হয়েছে ৮৫ লক্ষ টাকা।

নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠানের পরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর। ভবন উদ্ভোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাএী ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ভোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত নাকোল বাজার ভবনের উদ্ধোধন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত এই ভবনটির নির্মান কাজে ব্যায় হয়েছে ১ কোটি ৮৯ লক্ষ টাকা। শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাইনুর রশিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতান করেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক

সম্পাদক শাখারুল ইসলাম শাখিল ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। নাকোল বাজার ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে স্থানীয় বনিক সমিতির সদস্যরা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার