Top

শিক্ষক হত্যা মামলায় চার পলাতক আসামি গ্রেপ্তার

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
শিক্ষক হত্যা মামলায় চার পলাতক আসামি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে স্কুল শিক্ষক রবিউল ইসলামকে রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে ঢাকা, মাদারীপুর ও কুষ্টিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার রাজিত পুর গ্রামের মোকাদ্দেস আলীর দুই ছেলে ফিরোজ ও দেলবার। একই এলাকার ফিরোজের ছেলে সবুজ এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সিরামপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে হেলাল। ফিরোজ এবং সবুজ হত্যাকাণ্ডের পর ঘর-বাড়ি এবং সম্পত্তি বিক্রি করে মাদারিপুর চলে যায়। সেখানে তারা নিজেদের নাম ঠিকানা পরিবর্তন করে নতুন এনআইডি তৈরি করে বসবাস করছিল। দেলবারও নিজের জমি-জমা বিক্রি করে কুষ্টিয়ার পোড়াদহে বাড়ি তৈরি করে মধু চাষী হিসেবে জীবন যাপন করছিল। অপর আসামি হেলাল ঢাকার উত্তরার টাইলস মিস্ত্রী হিসেবে কাজ করতো।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মিঠু শেখকে পূর্বপরিকল্পিতভাবে রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আসামিরা। ২০০৫ সালের ২৯ ডিসেম্বর দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছিল। এঘটনায় নিহতের শ্বশুর আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই আবদুল কুদ্দুস আসামিদের বিরুদ্ধে ২০০৬ সালের ৩১ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার ৬ আসামিকে শাস্তির আদেশ দেন। হত্যাকাণ্ডের পর থেকেই তারা পলাতক ছিলেন। তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ফিরোজ ও সবুজকে মাদারীপুর, হেলালকে ঢাকা এবং দেলবারকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত অপর দুই পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

শেয়ার