মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের পালড়া গ্রামে বেসরকারি সংস্থা কিংডম বিল্ডার্স চার্চ ট্রাস্ট (কেবিসিটি) এর পক্ষ থেকে পিয়া (১৭) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। সেই সাথে সদর উপজেলা নির্বাহী কার্যালয় থেকে দেয়া হবে বাসস্থান। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় বেতিলা ইউনিয়নের পালড়া গ্রামে ওই শিশুর বাড়িতে গিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের উপস্থিতিতে হুইল চেয়ারটি হস্তান্তর করেন কিংডম বিল্ডার্স চার্চ ট্রাস্টের পরিচালক পাষ্টর দিবাংশু বিশ্বাস।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শিরিন আক্তার, বেতিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমত আলীসহ পিয়া’র পরিবারের অন্য সকল স্বজনরা।
পিয়া’র পিতা নিপেল ঘোষ বলেন, “আমার মেয়ে জন্মগত ভাবেই শারীরিক প্রতিবন্ধী। আমি সামান্য একটি চায়ের দোকান করে সংসার চালাই । আমার ছেলে মেয়ে নিয়ে সংসার চালানো বেশ কষ্টের।আমার মেয়েটার জন্য অনেকের কাছেই একটি হুইল চেয়ার চেয়েছিলাম, কিন্তু পাইনি। আজ কিংডম বিল্ডার্স চার্চ ট্রাস্ট (কেবিসিটি) আমার মেয়েকে হুইল চেয়ার দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি।”
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, এধরনের মানব কল্যাণ মূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমি সত্যি আনন্দিত। সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন পিয়াকে সরকারের পক্ষ থেকে ‘জমি আছে ঘর নেই এই প্রকল্পের একটি ঘর দেওয়া হবে।’