Top

কলাপাড়ায় দুই ইউপিতে মনোনয়ন জমা দিলো ইসলামী আন্দোলনের প্রার্থী

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
কলাপাড়ায় দুই ইউপিতে মনোনয়ন জমা দিলো ইসলামী আন্দোলনের প্রার্থী
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কলাপাড়ায় ২ ইউপিতে মনোনয়ন জমা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২ চেয়ারম্যান প্রার্থী। সোমবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা এ মনোনয়ন জমা দেন।

এসময় মিঠাগঞ্জ ইউনিয়নের মো. মেজবাহ উদ্দিন খান দুলাল ও ধানখালী ইউনিয়নে মো. নুর হোসেন নির্বাচনী বিধি মেনে বেশ কয়েকজন সমর্থক-শুভাকাঙ্খীদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদের নিকট চেয়ারম্যান পদে মনোনয়র ফরম জমা দেন।

তথ্য সূত্রে জানা যায়, গত সপ্তাহে কলাপাড়ার ৫ ইউনিয়নে মেয়াদ শেষ হওয়ায় নতুন ভাবে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেয়ার শেষ দিন, ২০ ফেব্রুয়ারী বাছাই প্রক্রিয়া এবং আগামী ১৬ মার্চ এ ৫টি ইউনিয়নে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

 

শেয়ার