Top

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত ও ২ জন আহত

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত ও ২ জন আহত
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত ও ২ জন আহত হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানান, গতকাল মাগুরায় দুটি সড়কে পৃথক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত হয়েছে।

এদের মধ্যে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা আর এফ এল মিল গেটের সামনে গতকাল বিকাল ৫ টার সময় নিরব (২২) নামের এক কলেজ ছাত্র মোটরসাইকেলে ইছাখাদা থেকে মাগুরা শহরে আসার সময় মোটরসাইকেল দ্রুতগতিতে থাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বের পিলারের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ফলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যায় ও ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে মাগুরা হাসপাতালে ভর্তি হয়।

নিহত নিরব মাগুরা শহরের কলেজ পাড়ার আলমগীর হোসেনের পুত্র। অপর দিকে শ্রীপুর উপজেলার ঘশিয়াল নামক স্থানে গতকাল বিকাল ৪ টার সময় ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্র জিসান (১২) বাড়ী ফেরার সময় রাস্তা পাড় হওয়ার সময় যাত্রীবাহী ৩ চাকার নছিমন গাড়ী তাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে ফলে ঘটনাস্থলে স্কুল ছাত্র জিসান মারা যায়। নিহত জিসান শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের কিরনের পুত্র। এ ব্যাপারে পৃথক থানায় পৃথক মামলা হয়েছে।

 

শেয়ার