Top

মাগুরায় ৫৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড ও সাদাছড়ি বিতরন

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ
মাগুরায় ৫৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড ও সাদাছড়ি বিতরন
মাগুরা প্রতিনিধি :

প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদেরকে উন্নয়নের মুল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগিতা প্রয়োজন, এই প্রতিপাদ্য বাস্তবায়নে গতকাল দুপুরে মাগুরায় ৫৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড ও সাদাছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরন করা হয়েছে।

সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব হুইল চেয়ার, হিয়ারিং এইড ও সাদাছড়ি বিতরন করেন। মাগুরা জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুর রহমান,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম,সহকারী পরিচালক জাহিদুল আলম। অনুষ্ঠানে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক,
উপকারভোগী প্রতিবন্ধী সদস্যরা অংশ গ্রহন করেন।

মাগুরা জেলায় ৫৪ জন প্রতিবন্ধীদের মাঝে ৫৪ টি হুইল চেয়ার, ৮ জন প্রতিবন্ধীদের মাঝে ৮ টি হিয়ারিং এইড ও ৮ জন প্রতিবন্ধীদের মাঝে ৮ টি সাদাছড়ি বিতরন করা হয়েছে। এর ফলে মাগুরা জেলায় ৫৪ জন প্রতিবন্ধী উপকৃত হয়েছে।

 

শেয়ার