Top

মাগুরায় প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের পাওয়ার টিলার ও সিডার মেশিন কৃষকদের মাঝে বিতরন

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
মাগুরায় প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের পাওয়ার টিলার ও সিডার মেশিন কৃষকদের মাঝে বিতরন
মাগুরা প্রতিনিধি :

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পে উন্নয়ন সহায়তার আওতায় প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের ২০ টি পাওয়ার টিলার ও সিডার মেশিন গতকাল বিকালে মাগুরা জেলা প্রশাসকের বিজয় চত্বরে মাগুরা সদর উপজেলার কৃষকদের মাঝে বিতরন করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ এই পাওয়ার টিলার ও সিডার মেশিন আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে বিতরন করেন। চলতি মৌশুমে সরকার সঠিক সময়ে মাঠ থেকে ধান ঘরে তোলার জন্য ও কৃষকের চাষাবাদে সুবিধার্থে এই অর্থ বছরে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্প উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় মাগুরা জেলার কৃষকদের মাঝে এই কৃষি যন্ত্রপাতি বিতরন শুরু করেছে।

মাগুরা জেলা নির্বাহী অফিসার মো: তারিফ-ইল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষিবিদ সুফি মো: রফিকুজ্জামান, মাগুরা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রেজাউল ইসলাম, মাগুরা জেলা কৃষি কর্মকর্তা হায়াত মাহমুদ, কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ । এসকল কৃষি যন্ত্রপাতি পেয়ে এলাকার কৃষকগন উপকৃত হয়েছে।

শেয়ার