Top

৫ জাসদ নেতাকে হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসি কার্যকরের দাবি

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
৫ জাসদ নেতাকে হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসি কার্যকরের দাবি
কুষ্টিয়া প্রতিনিধি :

২৪ বছর আগে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় পতাকার রুপকার জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ, জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমসের মন্ডলকে গুলি করে নির্মমভাবে হত্যা করে উগ্রপন্থি সন্ত্রাসীরা।

এই হত্যাকাণ্ডে ১৬ বছর পর ২০১৬ সালের ৭ জানুয়ারি হত্যায় জড়িত ৩ ঘাতকের ফাঁসি কার্যকর হয়। হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারীরা আজও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফাঁসির ৪ আসামি এখনো পলাতক। তাদের গ্রেপ্তার না হওয়া ও নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন, সম্মিলিত সামাজিক আন্দোলন এবং জাসদের নেতারা। এদিকে গ্রেপ্তার হওয়া ফাঁসির অপর আসামি রওশন আলী যশোর কারাগারে থাকলেও তার ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়ার শিল্পকলা একাডেমির হল রুমে পাঁচ জাসদ নেতার ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় এসব কথা বলেছেন বক্তারা।

সম্মিলিত সামাজিক আন্দোলন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক কারশেদ আলমের সঞ্চালনায় ও কুষ্টিয়া জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস।

বক্তারা বলেন, কাজী আরেফ আহমেদ আমাদের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও এক অবিস্মরণীয় নাম। তিনি ১৯৬২ সালে ছাত্রলীগের গোপন সংগঠন ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় নিউক্লিয়াসের সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারদের মধ্যে অন্যতম। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর জাসদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর প্রচণ্ড সাহসের সাথে যারা নতুন রাষ্ট্রটিকে সঠিক ঠিকানায় পৌঁছাতে চেয়েছিলেন তাদের মাঝে তিনি অন্যতম। কাজী আরেফ আহমেদ মূলত একজন জনদরদি, আত্মমর্যাদাশীল, নির্লোভ মানুষ ছিলেন। রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে একরোখা ও জেদি ছিলেন তিনি।

বক্তারা বলেন, বহুল আলোচিত জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ দলটির পাঁচ নেতাকর্মী হত্যা মামলার ৩ ঘাতকের ফাঁসি কার্যকর হওয়ায় আমাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও এ হত্যাকাণ্ডের নেপথ্য মূল পরিকল্পনাকারীরা আজও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এখনো গ্রেপ্তার হয়নি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকদের অনেকেই। তাই এখনো উদ্বেগ ও উৎকণ্ঠা পিছু তাড়া করে। সেই সঙ্গে মনের মাঝে সর্বদা বিরাজ করে শঙ্কাও। হত্যাযজ্ঞে জড়িতদের মধ্যে যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার এবং এর পেছনের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা। এছাড়াও গ্রেপ্তার হওয়া যশোর কারাগারে থাকা ফাঁসির আসামি মেহেরপুরের গাংনী উপজেলার রওশন আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান।

পলাতক আসামিদের গ্রেপ্তার না করা একই সঙ্গে জাতীয় নেতা কাজী আরেফ আহমেদের স্মৃতি সংরক্ষণ না করায় আক্ষেপ প্রকাশ করে বক্তারা বলেন, নির্মম ও ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘঠিত হওয়ার ২৪ বছর পার হলেও আজও কালিদাসপুর ট্র্যাজেটি স্থলে শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন- ১৯৭১ সালে বৃহত্তর কুষ্টিয়ায় প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল জলিল, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ্ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড হাফিজ সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহাম্মদ আলী, লেখক ও গবেষক এ্যাড. লালিম হক, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগের প্রধান হাসিবুর রশিদ তামিম, ঝিনাইদহ জেলা জাসদের সাধারণ সম্পাদক শামিম আখতার বাবু, হত্যাকাণ্ডে নিহতের ছেলে আইনজীবী আল মুজাহিদ মিঠু প্রমুখ। স্মরণ সভায় নিহতের পরিবারের সদস্য, স্বজন, জাসদ ও সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন কাজী আরেফ আহমেদ সহ জাসদের ৫ নেতা। ওই হত্যাকাণ্ডের মামলায় ২০১৬ সালে ৮ জানুয়ারি তিন খুনির ফাঁসি কার্যকর হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে বর্তমানে চারজন পলাতক রয়েছেন, একজন কারাগারে রয়েছেন আর একজন কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন।

শেয়ার