Top

কেশবপুরে যুবলীগের প্রতিবাদ সভা-বিক্ষোভ মিছিল

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
কেশবপুরে যুবলীগের প্রতিবাদ সভা-বিক্ষোভ মিছিল
কেশবপুর প্রতিনিধি :

যশোরের কেশবপুরে পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ওই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ শহরের ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্ত্তী, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র, সবুজ হোসেন নিরব, ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন প্রমুখ। এর আগে যুবলীগের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়।

শেয়ার