Top

মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন

২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন
মাগুরা প্রতিনিধি :

অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মুল ও শিশু মৃত্য প্রতিরোধে মাগুরায় সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রম শুরু হয়েছে। মাগুরা পৌরসভা ও সিভিল সার্জন অফিসের আয়োজনে পৌরসভা প্রাঙ্গনে জাতীয় ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

মাগুরা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ানা বলেন, কর্মসূচি সফল করতে মাগুরা জেলার ৪ উপজেলায় ৯৩৯ টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫ হাজার ৫৫২ টি শিশু কে লাল ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৫০০ টি শিশু কে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে । জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় ২১২ জন স্বাস্থ্য কর্মী ও ১৮৭৮ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ শহিদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও স্থানীয় নেতৃবৃন্দ। মাগুরা জেলার ৪ টি উপজেলায় মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগ ১ লক্ষ ১৮ হাজার ৫২ টি শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শেয়ার