Top

মহাকাশে আটকে রয়েছেন তিন মহাকাশচারী, ঘরে ফেরা হবে কি?

২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
মহাকাশে আটকে রয়েছেন তিন মহাকাশচারী, ঘরে ফেরা হবে কি?
ফিচার ডেস্ক :

যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশে আটকে তিনজন মহাকাশচারী। ফেরার কথা ছিল মার্চের শেষে। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে ছিলেন রাশিয়ার তিন মহাকাশচারী। কবে বাধাবিপত্তি কাটিয়ে ফিরতে চলেছেন তাঁরা? রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে মঙ্গলবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করে জানানো হয় সে কথাই। আগামী সেপ্টেম্বর সেই ত্রয়ী ফিরতে চলেছেন পৃথিবীর বুকে।

ঠিক কী হয়েছিল মহাকাশে?

সোউজ এমএস২২ ক্যাপসুলে চেপে গত সেপ্টেম্বরে উপগ্রহ স্থাপন করতে যান রাশিয়ার দিমিত্রি পেতেলিন ও সের্গেই প্রোকোপেইভ। সঙ্গে ছিলেন নাসা মহাকাশ গবেষণাকেন্দ্রের ফ্রাঙ্ক রুবিও ফ্লিউ। কাজ সেরে ওই ক্যাপসুলে করেই ফেরার কথা ছিল তিনজনের। কিন্তু ফেরার আগেই বাধা পড়ে তাদের যাত্রায়। ডিসেম্বরের মাঝামাঝি ক্যাপসুলের কুল্যান্ট অংশটি ফেটে গিয়ে লিক করতে থাকে। কেন এমন হয়? রাশিয়া ও আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা জানায়, মহাশূন্যের একটি ছোট পাথরের আঘাতেই এই ঘটনা ঘটে। তাদের উদ্ধারের জন্য একটি বিশেষ মহাকাশযান পাঠানোরও ব্যবস্থা করেছিল রাশিয়া। সোউজ এমএস ২৩ নামের মহাকাশযানটির যাত্রা করার কথা ছিল ২৪ ফেব্রুয়ারি। ক্যাপসুল লিক না হলে এই তিনজনের পৃথিবীতে ফেরার কথা ছিল ২০২৩ সালের ২৮ মার্চ। তবে এই ঘটনার জন্য তারিখ পিছিয়ে ফেরার নতুন তারিখ হল ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। অর্থাৎ প্রায় এক বছর পর ফিরতে চলেছেন তাঁরা। এতদিন মহাকাশে থাকার জন্য বিশেষ বিপদে পড়তে হয়নি তিন যাত্রীকে। কারণ যথেষ্ট পরিমাণে খাবার মজুত ছিল ওই মহাকাশযানে। এছাড়াও, স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যায় ভুগতে হয়নি তাদের। এমনটাই জানানো হয়, এদিনের প্রেস বিবৃতিতে।

রসকসমসের (রাশিয়ার মহাকাশ গবেষণাকারী সংস্থা) তরফে বলা হয়, সাধারণত আন্তর্জাতিক মহাকাশ অভিযান ছয় মাসের বেশি হয় না। তবে এক্ষেত্রে সব মিলিয়ে এক বছর সময় লেগে গেল। এর আগেও এমন দৃষ্টান্ত রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। বলা হয়, ২০২১ সালে রাশিয়ার পিওতর দুবরভ ও আমেরিকার মার্ক ভ্যান্দেও এক বছর কাটিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। তবে বিবৃতিতে এও জানানো হয়, এমএস ২১-এও কুল্যান্ট লিক করে এই মাসের শুরুতে। সেই ঘটনা ঘটার পরেই মহাকাশচারীদের বাঁচাতে প্রস্তুত রেসকিউ সোউজ ক্যাপসুলের অভিযান স্থগিত করা হয়।

 

শেয়ার