Top

গভীর রাতে প্রধান বিচারপতির ভাইয়ের চেম্বারে আগুন, নথিপত্র পুড়ে ছাই

২২ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
গভীর রাতে প্রধান বিচারপতির ভাইয়ের চেম্বারে আগুন, নথিপত্র পুড়ে ছাই
কুষ্টিয়া প্রতিনিধি : :

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভাই আইনজীবী মেহেদী হাসান সিদ্দিকী ও আবু জাফর সিদ্দিকীর চেম্বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও চেম্বারের সিলিং। পরে আদালতের নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া আদালত চত্ত্বরে জ্যেষ্ঠ আইনজীবী জাফর ও মেহেদীর চেম্বারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আবু জাফর সিদ্দিকী বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আগুনে চেম্বারের সিলিং, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

আইনজীবী লিটন বলেন, রাত ২টা ৩০ থেকে ২টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে আদালতের নিরাপত্তাকর্মীরা আমাদেরকে বিষয়টি জানান। নৈশপ্রহরী ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। কিভাবে আগুন ধরেছে, কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কতগুলো ফাইল পুড়ে গেছে তা বলতে পারছি না।

এবিষয়ে কথা বলার জন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভাই মেহেদী হাসান সিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম দুলাল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ষড়যন্ত্র করে গভীর রাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভাই মেহেদী হাসান সিদ্দিকী ও আবু জাফর সিদ্দিকীর চেম্বারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

শেয়ার