Top

যশোরে ট্রাকের ধাক্কায় পুলিশের কনস্টেবল নিহত

২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
যশোরে ট্রাকের ধাক্কায় পুলিশের কনস্টেবল নিহত
যশোর প্রতিনিধি :

যশোরে ট্রাকের ধাক্কায় আকিমুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে নাভারন উলশী এলাকা থেকে আটক করেছে।

নিহত আকিমুল ইসলাম (২৮) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মোনছের আলীর ছেলে। তিনি যশোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ১৬৯০।যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আকিমুল ইসলাম সরকারি ডাক নিয়ে ঝিকরগাছা থানার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলেরহাট কৃষ্ণবাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর সংবাদ শুনে যশোর জেলা পুলিশ কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান ও নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান।ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাক ও ট্রাক চালক কে আটক করেছে পুলিশ জানান ওসি তাজুল ইসলাম। এ ঘটনার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও যোগ করেন তিনি।

শেয়ার