Top

মাগুরায় ফায়ার সার্ভিসের গাড়ী বিলম্বে পৌছায় ভাংচুর

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
মাগুরায় ফায়ার সার্ভিসের গাড়ী বিলম্বে পৌছায় ভাংচুর
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামে দিনমজুর সাহেব আলীর বাড়িতে চার্জে দেওয়া লাইট বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়ে পুরা বাড়ী ভষ্মিভুত হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায় ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আগুন লাগার সাথে সাথে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। বাড়ির টিনের ঘর ও মালামাল ভস্মিভুত হয়। আগুনে লেলিহান শিখা দেখেই এলাকাবাসী মহম্মদপুর ফায়ার সার্ভিস অফিসে ফোন করে।

এরপর এলাকাবাসী প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু তখনও পৌঁছায়নি ফায়ার সার্ভিসের কোন গাড়ি। দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিস এর গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ হয় এলাকাবাসী ফায়ার সার্ভিস গাড়িতে ভাঙচুর করে এবং কর্মীদের উপর হামলা করে। এ ব্যাপারে মহস্মদপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার