Top
সর্বশেষ

জাতিসংঘের গাড়িবহরে হামলা, ৫ আফগান নিরাপত্তা সদস্য নিহত

১২ ফেব্রুয়ারি, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
জাতিসংঘের গাড়িবহরে হামলা, ৫ আফগান নিরাপত্তা সদস্য নিহত

জাতিসংঘের একটি গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য।

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে সুরবি জেলায় বৃহস্পতিবার সকালে এই হামলা হয়।

আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যরা জাতিসংঘের গাড়িবহরটিতে টহলের দায়িত্বে ছিলেন।

এই হামলার পেছনে তালেবানরা দায়ী থাকতে পারে দাবি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এক কর্মকর্তার। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

স্থানীয় ট্যাং-ই-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরটি পৌঁছাতেই হামলার মুখে পড়ে। সেখানেই নিহত হন চার জন।

এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতিসংঘের আফিগানিস্তান মিশন ইউএনএএমএ’র এক বিবৃতিতে। এতে বলা হয়েছে, আফগান ডিরেক্টরেট অব প্রটেকশন সার্ভিসের পাঁচ সদস্যের প্রাণহানিতে আফিগানিস্তান জাতিসংঘ পরিবার শোকাহত।

তবে এ ঘটনায় জাতিসংঘের কোনো কর্মকর্তা হতাহত বা গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। দেশটিতে সংস্থাটির বিশেষ প্রতিনিধি টুইটারে লিখেছেন, ‘আফগানিস্তানে সহিংসতা অবশ্যই শেষ হতে হবে।’

এক বছর আগে যুক্তরাষ্ট্র তালেবানদের সঙ্গে চুক্তি করার পর থেকে আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর হামলা অনেকটা কমে এসেছে।

কাতারে আফিগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা চলছে বেশ কয়েক মাস ধরে। এরপরও সাম্প্রতিক সময়ে দেশটিতে বেড়েছে সহিংসতা।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের কুনার রাজ্যে পর পর তিনটি বোমা বিস্ফোরণে আরও তিন জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরও দুইজন। এদিন নানগাহার প্রদেশে তিনটি পৃথক বোমা হামলায় নিহত হয়েছেন আরও দুই জন, আহত পাঁচ জন।

শেয়ার